728 x 90

সিডনিতে কৃষিবিদ দিবস স্পোর্টস অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট বাংলাদেশের কৃষিবিদ দিবস উপলক্ষে সিডনির ওয়েস্টার্ন সাবার্বের ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টারে গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার কৃষিবিদ দিবস স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়া (বাউআ) আয়োজনে খেলার শুরুতে সংগঠনের যুগ্ম সম্পাদক ড. আছাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভাপতি ড. আনোয়ারুল  বকশী, সদস্য আব্দুল জলিল, সদস্য শামীম হাসান বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সুপ্রভাত সিডনি রিপোর্ট

বাংলাদেশের কৃষিবিদ দিবস উপলক্ষে সিডনির ওয়েস্টার্ন সাবার্বের ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টারে গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার কৃষিবিদ দিবস স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়া (বাউআ) আয়োজনে খেলার শুরুতে সংগঠনের যুগ্ম সম্পাদক ড. আছাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভাপতি ড. আনোয়ারুল  বকশী, সদস্য আব্দুল জলিল, সদস্য শামীম হাসান বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সম্পাদক কবির চৌধুরী রুবেল ও সহ ক্রীড়া সম্পাদক রেজাউল বারী। আর মহিলাদের ব্যাডমিন্টন খেলার সার্বিক দায়িত্বে ছিলেন বাউআ’র ট্রেজারার ড. নার্গিস বানু।

ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ব্যাডমিন্টন ও তাস, মহিলাদের ব্যাডমিন্টন ও বালিশ খেলা এবং ছোটদের জন্য মার্বেল দৌড় ও বল নিক্ষেপ অনুষ্ঠিত হয়। বাউআ কর্তৃক দ্বিতীয়বারের মত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলেও মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টটি ছিল এই প্রথম। ফলে মহিলাদের মাঝে প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনার দেখা যায়।

হাড্ডা-হাড্ডি লড়াই শেষে পুরুষদের ব্যাডমিন্টনে কবির চৌধুরী রুবেল ও কামাল এবং মহিলাদের ব্যাডমিন্টনে নাবিলা বানু ও ড. নার্গিস বানু বিজয়ী হন। আগামী ১৩ মে ২০২৩ বাউআ আয়োজিত “আলামনাই সন্ধ্যা ২০২৩” তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার ঘোষণা দেয়া হয়। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও একসাথে লাঞ্চ করার মধ্য দিয়ে কৃষি দিবস স্পোর্টস ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising