ল্যাকেম্বা মুসল্লার দ্বিতীয় সফল পিকনিক ২০২৩

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৮ মার্চ শনিবার ২০২৩ ল্যাকেম্বা মুসল্লার উদ্যেগে এক আনন্দঘন পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়। ল্যাকেম্বা থেকে এক ঘন্টার পথ Cataract Dam এ নয়নাভিরাম পার্কে সম্পন্ন হয় আরেকটি সফল বনভোজনের। কোঅর্ডিনেটর আরিফ খানের নেতৃত্বে একটি দল আগে থেকেই পিকনিক স্পটে চলে যায় এক সপ্তাহ আগে। স্থান সুন্দর এটা নিশ্চিত হবার পর ওই স্পটে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

সকাল থেকে ছোট ছোট ছেলে মেয়ে সহ সপরিবারে পিকনিক স্পটে জড়ো হতে থাকে , কিছুক্ষনের ভিতর ছেলে মেয়েদের ছোটা ছুটিতে পিকনিক স্পটটি মুখরিত হয়ে উঠে। সকালের নাস্তা ও চা দিয়ে শুরু হয় পিকনিকের প্রথম পর্ব। রকমারি নাস্তায় জমে উঠে বনভোজনের আনন্দ।

অতঃপর শুরু হয় ছেলে মেয়েদের পবিত্র কোরআন প্রতিযোগিতা। বয়স অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয় সকল ছেলে মেয়েদেরকে। বানানা রেস, ডার্ট বোর্ড বেলুন ফাটানো, দৌড়, চকলেট দৌড়,বালিশ খেলা, চেয়ার সিটিং, বাস্কেট বল ইত্যাদি বিভিন্ন ধরনের খেলায় গোটা পরিবার ছিল আনন্দে আত্মহারা। নামাজের পর শুরু হয় অত্যান্ত মজাদার বারবিকিউ। চিকেন, ল্যাম্ব , সালাদ ছাড়াও রকমারি কোমল পানীয় খাবারের নতুন মাত্রা যোগ করে।

দ্বীনের গুরুত্ত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন এম,এ ইউসুফ শামীম।
এর পর শুরু হয় পুরুস্কার বিতরণী। পুরুস্কার বিরন করেন মাওলানা হিরু আজাদ ও ল্যাকেম্বার মুসল্লার বাংলাদেশী সবচেয়ে পুরাতন মুসল্লি মোঃ আব্দুল্লাহ ইউসুফ শামীম ।

পুরো পিকনিকের আমির আরিফ খানের সাথে ছিলেন জহির, তাজুল ইসলাম, নাঈম, মনির , সাবের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *