728 x 90

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে অস্ট্রেলিয়ার শ্যাডো পররাষ্ট্রমন্ত্রীর সাথে  বিএনপি অস্ট্রেলিয়ার ফলপ্রসু বৈঠক

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২২ মার্চ ২০২৩ বুধবার বিকেল পাঁচটায় ফেডারেল পার্লামেন্ট ক্যানবেরায় বিএনপি অস্ট্রেলিয়ার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সিনেটর কক্ষে এক বিশেষ বৈঠকে মিলিত হন বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় সিনেটরের ব্যক্তিগত সহকারী আমান্ডা বিএনপির এই  প্রতিনিধি দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সিনেটরের সভা কক্ষে নিয়ে যান। অস্ট্রেলিয়ার প্রধান বিরোধীদল

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২২ মার্চ ২০২৩ বুধবার বিকেল পাঁচটায় ফেডারেল পার্লামেন্ট ক্যানবেরায় বিএনপি অস্ট্রেলিয়ার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সিনেটর কক্ষে এক বিশেষ বৈঠকে মিলিত হন বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় সিনেটরের ব্যক্তিগত সহকারী আমান্ডা বিএনপির এই  প্রতিনিধি দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সিনেটরের সভা কক্ষে নিয়ে যান। অস্ট্রেলিয়ার প্রধান বিরোধীদল লিবারেল পার্টির Leader of the Opposition in the Senate and shadow foreign minister of Australia সিনেটর মাননীয় সাইমন বার্মিংহাম স্বশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন।এছাড়াও মন্ত্রী ডেভিড কোলম্যান Deputy Chair of Parliamentary Joint Committee on Human Rights পূর্ব নির্ধারিত এক বিশেষ বৈঠকে মিলিত হন।

দীর্ঘ ৪৫ মিনিটের এ সফল বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার পরিস্থিতি, সংবাদপত্রের কন্ঠরোধ বিশেষ করে গত তিন তিনটি ভোটার বিহীন নির্বাচন ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজনীতা সম্পর্কে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিস্তারিত আলোচনা তুলে ধরে বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দ অস্ট্রেলিয়া র শ্যাডো পররাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

এ বিশেষ ফলপ্রসূ বৈঠকে অংশ নেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ ইউসুফ শামীম, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: কুদরত উল্লাহ লিটন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি শিবলু সামাদ, বিএনপি নেতা ও যুবদল সভাপতি খায়রুল কবির পিন্টু, বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দল সভাপতি এ এন  এম মাসুম ও বিএনপি নেতা।

অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দলের মাননীয় মন্ত্রীবর্গ বিএনপি নেতাদের দেশপ্রেম ও গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য ভূয়সী প্রশংসা করেন।

গণতন্ত্র বিকাশে ও ভোটাধিকার প্রয়োগে বিশ্বাসী লিবারেল পার্টির নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে অতিতের মত ভবিষ্যতেও আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দ কে আস্বস্ত করেন ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising