প্রিয় সখি তোমার জন্য কবিতা’কে দিলাম ছুটি
তোমার জন্যে প্রাণেতে আমার করুণ লুটোপুটি।
তোমার সুরে সুর মিশিয়ে শব্দ করে আনাগোনা
তুমি বিনে শব্দের চাষ হয়ে যায় আমার অজানা।
তোমার সঙ্গ কবিতার ভুবন করে দেয় পরিপক্ক
তুমি হীন ভুবনে শব্দ চাষে আমি হই অদক্ষ।
তোমার সান্নিধ্য চলার পথে মনে যোগায় অদম্য শক্তি
কবিতার জগতে সাহচর্য পেয়ে তোমায় করি ভক্তি।
যেও না কখনও আমাকে ছেড়ে অজানা কোন স্থানে
তুমি চলে গেলে কবিতা আর স্থান পাবে না মনে।
সুখে দুখে তোমায় নিয়ে আনমনে কবিতা লিখি
নতুন নতুন কবিতার শব্দ তোমা হতে আমি শিখি।