
সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ৭ এপ্রিল শুক্রবার ২০২৩ বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রিভারউড মুসল্লায়।
ধর্মীয় রীতি-নীতি ও রমজানের পবিত্রতার গুরুত্বের কথা ভেবে সিডনির রিভারউড মুসল্লায় এ বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র সিটিজেন লীডার হোসেন আরজু। রমজানের গুরুত্ব আরোপ করে দোয়া পরিচালনা করেন সিডনির বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী মুফাজ্জাল হক ভূঁইয়া।

ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার সঞ্চালনায় ছিলেন এম.এ. ইউসুফ শামীম।



