
দিনশেষে দিনমজুর কি ভিখারিও ঘরে ফেরে
হাতে করে
মোটা চাল- ডাল- নুন- তেলের বিবর্ণ ব্যাগ।
গোধূলির আবিরে রাঙিয়ে পরিযায়ী পাখিরাও
ওয়াও ওয়াও
করে উঠে নিরালা নীড়ে ফেরে একে একে সব।
সাগরের সুবিশাল বুকে ঝাঁপিয়ে পড়ে পড়ে
ঘুমায় অকাতরে
পাহাড় চিরে বেড়িয়ে আসা অস্থির নদীগুলি।
অথচ কোথাও আমার ফেরার কথা নেই।
এই সুদীর্ঘ
পরবাস পাপই আমরণ একমাত্র ঠিকানা!