
সুবিন্যস্ত স্তূপে স্তূপে
শতাব্দীর সুশীল প্রাগৈতিহাসিক প্রাজ্ঞ-কাহন,
শতবর্ষী স্তুতির প্রথিত দ্বার উন্মোচন করে মাটি,
গভীর ঐশ্বরিক আনুগত্য আর
তথাগত বাণী যুগে যুগে!
প্রকৃতির উন্মুক্ত বুকে জ্ঞানীচরণ,
নিমগ্ন ধ্যানী বৈশালী-আলো।
অমিয় বাণীর দিশারি পাঠ,
কোয়ান্টায় আত্মবিশ্বাস আগল ভাঙা কালোর!
কিংবদন্তি উচ্চারণে আত্মধ্বনি- এসো,
অহিংস হই! বিশ্বপ্রভা হই…
জীবাত্মার ক্লিষ্টতায় প্রসারিত হাতে–
এসো, প্রেমদীপ্ত হই;
খাজুরাহের শান্তি শ্বাসে ক্লান্তি বিছিয়ে মাথা পাতি,
ধূসর পৃথিবীর অজস্র স্তূপে আকাশের উদার ছাউনি,
বাধাহীন নিবিড় সখ্যতা!
অঢেল সবুজ চত্তরে বোধিবৃক্ষের মতো মাথা তুলি,
হাত রাখি পরিশুদ্ধ স্তূপকায়ায়,
ভুলে যাই…
আত্ম অহামিকার দম্ভ আর যতসব অযাচিত ক্ষুদ্রতা…।