
রমজান মাসে মুমিন হাসে
দিনে সিয়াম রাখে,
গভীর রাতে মুনাজাতে
ডাকে আল্লাহ পাকে।
রমজান এলে আসমান হতে
রবের রহম ঝরে,
রহম পেয়ে মুমিন খুশি
সুখে হৃদয় ভরে।
কুরআন মাজিদ পড়ে মুমিন
রবের পথে চলে।
তারঁই ভালোবাসার সুরে
যেন কথা বলে।
গোলাপ ফোটে হৃদয় বাগে
রবের খুশি মাখে
রবের রঙের সুবাস মেখে
রোজা সে যে রাখে।