728 x 90

আহ! জীবন: রফিকুল নাজিম 

আগুন লাগলে মানুষ পালিয়ে যায়; বাঁচে, অথচ আমি আগুন দেখলে এগিয়ে যাই হাত বাড়াই বুক বাড়াই ঠোঁট বাড়িয়ে করি যাচাই… কতটা উত্তাপে নোনাভূমি  ফসল ফলায় লাঙল চুমি? আগুন লাগলে মানুষ পালিয়ে যায়; বাঁচে। আমি আগুন দেখলে এগিয়ে যাই গনগনে লাভায় ঠোঁট রাখি আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে বলি, ‘আহ জীবন- তুমি অনিন্দ্য সুন্দর!’

আগুন লাগলে মানুষ পালিয়ে যায়; বাঁচে,

অথচ আমি আগুন দেখলে এগিয়ে যাই

হাত বাড়াই

বুক বাড়াই

ঠোঁট বাড়িয়ে করি যাচাই…

কতটা উত্তাপে নোনাভূমি 

ফসল ফলায় লাঙল চুমি?

আগুন লাগলে মানুষ পালিয়ে যায়; বাঁচে।

আমি আগুন দেখলে এগিয়ে যাই

গনগনে লাভায় ঠোঁট রাখি

আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে বলি,

‘আহ জীবন- তুমি অনিন্দ্য সুন্দর!’

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising