সোনাঝরা বিকেলে
প্রকৃতির অলিগলিতে
দুরন্ত আনমনা বেভুল মনটারে
বেহালার ছেড়া তারে জুড়ে দাও
ঝংকারিত সুরের মুর্ছনায়।
দাও অবিশ্রান্ত চুম্বনের বিশালতায়
হৃদিতার আহ্বানে সাড়া।
পাখীদের ধ্যান ভঙ্গ হোক
ফুলেরা লাজে চোখ ঢাকুক
যুবতী নুড়িগুলো রিনিঝিনি বাজুক
ঝর্ণাধারা উছলে উঠুক মায়াবী অবয়বে।