বিশ্বাস প্ররোচনায় প্ররোচিত মন
চিন্তা প্রভাবিত- স্বার্থের ঘোরে,
আপন বিশ্বাসে হীন্যতায় নেমে
অপরের বিশ্বাস রোষানলে পোড়ে!
আপন ধর্মে ও কর্মে স্বাধীন
অধিকার যেথা সমান সমান,
কোন অধিকারে, কোন প্রেরণায়
অন্য বিশ্বাসকে কর অপমান?
তোমার বিশ্বাস তোমার কাছে
আমার বিশ্বাস একান্তই আমার,
তব ঘৃণ্য আঘাতে তবু আহত
অপর উপাসনালয় রক্তিম বরাবর!
অসহিষ্ণু চরম বিশ্বাস-অবিশ্বাস
মেধা ও মননের করছে ক্ষয়,
আপন ঘরে যা উপাসনাযোগ্য
অপরের ঘরেও তা সৌন্দর্যময়!
ধর্মের জয়গান থাক কর্মে-মর্মে
মৌখিক কিংবা নয় পেশিময়,
সকল ধর্ম পালন, ধর্ম যাপন
শাব্দিক নয়, হোক আত্মিকময়!