মেঘের আঁধার সরিয়ে কে তুমি অমলিন-আলো?
থই থই বুকের দুঃখ জুড়ে দাঁড়িয়ে মায়া-সুখ আঁকো-
জাগাও অতুল নৈঃশব্দ্য ছুঁয়ে শব্দের আভরণ।
পরিচিতের খুব গভীরে আলোড়ন তুলে,
ছায়া কথার ভিতর মায়া-ভ্রম আশ্রয় ডাকে…
হয়তো প্রচলিত নিয়ম ভেঙে অবাধ গণ্ডি আঁকে,
শুরু অথবা শেষ যা খুশি!
শুধু তোমার ঠোঁটে মাটি, চোখে আকাশ আর ডানায় বৃষ্টি আঁকা;
চৈত্রের নিমগ্ন ঘুমের মধ্যে এখন ফসল, রোদ্দুর আর বিহঙ্গী চিল–
জীবন জুড়ে দাঁড়িয়ে আছো অপরিহার্য অনুষঙ্গ কি শুধু?
অনুতাপহীন কাদাজলে রুয়ে দাও বিমুহূর্ত জন্ম,
মৃত্যুও ফিরে ভাবুক না হয় একবার।