সুপ্রভাত সিডনি রিপোর্ট : বাংলাদেশ থেকে আগত শাহাদাত হোসেন সেলিম কনকর্ড হাসপাতালে অসহায় অবস্থায় আছে খবর শুনে বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ ছুটে যান কনকর্ড হাসপাতালে। হাসাতালের 5c বিছানায় অসহায় অবস্থায় পড়ে আছে অসুস্থ সেলিম। সিডনিতে উনি সম্পূর্ণ একা থাকেন। স্ত্রী এবং সন্তান বাংলাদেশে আছেন , তাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে এসে সেলিমের পাশে দাঁড়ানোর আকুতি করেন। সিনিয়র সিটিজেনের সাথে বিভিন্ন কথার ফাঁকে উক্ত কথাগুলো বলেন সেলিম।
সিডনিতে প্রায় দুইশ বাংলদেশী সংঘঠন, এ সংগঠনগুলোর কাছে বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার নেতৃবৃদ্ধ বিনীতভাবে অনুরোধ জানান,যাতে সবাই অসুস্থ সেলিমকে সহায়তা করেন।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন এর নেতৃবৃদ্ধ তাৎক্ষণিক সেলিমের রোগ মুক্তির জন্য দো’য়া করেন। দো’য়া পরিচালনা করেন সবার পরিচিত ও বিশিষ্ট সমাজসেবী ভূঁইয়া ভাই।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেনের প্রতিষ্ঠাতা হোসেন আরজু,মনজুরুল আলম বুলু ও আব্দুল্লাহ ইউসুফ শামীম।