লাশের মিছিলে দেখি বিজয়ের হাসি
লাশে যেন শোক নেই সুখ রাশি রাশি!
কারো লাশ ইতিহাস কারো পরিহাস
তাই বুঝি লাশ নিয়ে করি উপহাস।
লাশ পেতে অভিলাষ বহু পুরাতন
লাশ ধরেই উত্থান লাশেই পতন।
লাশের মিছিল কারো ভেঙ্গে সিংহাসন
গড়ে দেয় কারো সেই লালিত আসন
ক্ষমতায় যেতে লাগে রক্তের নহর
ক্ষমতায় থাকতে চাই লাশের বহর।
যুগে যুগে তাজা খুনে রাঙিয়ে দুহাত
শাসকেরা খুশি হয়ে বের করে দাঁত।
এক দুটি লাশ পড়লে কিবা আসে যায়
এমন কথাও হালে শুনি মিডিয়ায়।
দুটি লাশের একটি হলে নিজ ছেলে
যা হবার তাই হবে লাশ গেইম খেলে।