728 x 90

মনের মানুষ : কাজী নাজরিন

যেই মানুষটা চোখ দেখে মনের ব্যথা অনুভব করতে পারে সে-ই মনের মানুষ যেই মানুষটাকে কল করার জন্য মোবাইল হাতে নিলে সেই মুহূর্তে পাল্টা কল আসে সে-ই হলো মনের মানুষ। যেই মানুষটাকে হারানোর ভয়ে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায় সে-ই মনের মানুষ। যেই মানুষটার আগমনের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে সে-ই মনের মানুষ। যেই মানুষটা একটু

যেই মানুষটা চোখ দেখে মনের ব্যথা অনুভব করতে পারে সে-ই মনের মানুষ

যেই মানুষটাকে কল করার জন্য মোবাইল হাতে নিলে

সেই মুহূর্তে পাল্টা কল আসে সে-ই হলো মনের মানুষ।

যেই মানুষটাকে হারানোর ভয়ে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায় সে-ই মনের মানুষ।

যেই মানুষটার আগমনের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে সে-ই মনের মানুষ।

যেই মানুষটা একটু চোখের আড়াল হলেই মনের আয়নায় বারবার তাঁর চেহারা ভেসে ওঠে সে-ই মনের মানুষ।

যেই মানুষটাকে শতবার বিরক্ত করার পরও মুখ দিয়ে হাসি দেয় সে-ই মনের মানুষ,

যেই মানুষটা মনের জমানো কথাগুলো অকপটে বুঝে নেয় সে-ই মনের মানুষ।

যেই মানুষটা মান অভিমানগুলো, ছোট ছোট ভুলগুলো বিনা দ্বিধায় হজম করে সে-ই মনের মানুষ।

যেই মানুষটা পাশে থাকলে বিপদে ভরসা পাওয়া যায় সে-ই মনের মানুষ।

যেই মানুষটার সাথে মনের সব কথাগুলো শেয়ার করা যায় সে-ই মনের মানুষ।

যেই মানুষটার জন্য সারাদিন অপেক্ষা করার পর দরজা খুললেই তাঁর আগমন ঘটে সে-ই মনের মানুষ।

যেই মানুষটার সামনে সেজেগুজে থাকতে হয় না সে-ই মনের মানুষ।

যেই মানুষটার সাথে পাশাপাশি বসে রোজ রোজ চায়ের আড্ডা জমে সে-ই মনের মানুষ।

যেই মানুষটাকে নিয়ে নামীদামি রেস্টুরেন্টে নয় সাধারণ টং দোকানে বসে চায়ের আড্ডা জমে ওঠে সে-ই মনের মানুষ।

যেই মানুষটার ছোঁয়া পেতে মন সদা আকুল হয় সে-ই মনের মানুষ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising