মেঘলা দিনে পাগলা পবন
পূরবী ঈশানে ধায়,
রিমঝিম তানে ঝুপাঝুপ শ্রাবণ
অঝরে ঝরে নিরালায়।
শূণ্যপুরে অভিলাসে শূণ্যতা গ্রাসে
পূর্ণতা হ্রাসে হাহাকার,
শ্রাবণসন্ধ্যায় গোধূলিরে রাঙায়
অপূর্ণতার রোজ সমাচার।
কাঙ্খিত কায়া ভুলিছে যত মায়া
কি কারনে তবু হায়,
মরমে বাজে বেশরমে সে সুর
শ্রাবণ তুই বড্ড স্মৃতিময়!