বানের প্রবল স্রোতের তোড়ে ধ্বংস হয় বসতবাড়ি
বানভাসিদের ভগ্ন হৃদয়ে বাড়ে হতাশা আর দীর্ঘশ্বাস
নিঃস্ব বানভাসিরা আশ্রয় নেয় কোনো আশ্রয় কেন্দ্রে
দুশ্চিন্তায় চোখের কোণে জমে অবারিত লোনা জল,
ত্রাণের অপেক্ষায় থেকে এক সময় নেতিয়ে পড়ে ক্লান্ত দেহ
অতঃপর ত্রাণ পেলে দু’মুঠো ভাত খেয়ে পায় একটু স্বস্তি।
বানভাসিদের রাতের ঘুম কেড়ে নেয় বানের দুঃস্বপ্ন
জল কমলে ফিরতে হয় নিজেদের বিধ্বস্ত ভিটায়
শূণ্য হাতে বসতবাড়ি নির্মাণ হয়ে ওঠে দুঃসাধ্য
খাবারের জন্য হাহাকার করে অভুক্ত পেট
ন্যূনতম সহায়তা করতে এগিয়ে আসে না কেউ
তখন বেঁচে থাকাই যেন এক সংগ্রাম।