আমি শিল্পী না- ছবি আঁকতে চেয়েছিলাম
জীবনের ছবি- বাস্তবতার ছবি।
সাদা ক্যানভাসের বুকে মনের রং ছড়ায়ে
ছবি আঁকতে গিয়েছিলাম।
যে ছবিই আঁকতে যাই বাস্তবের ভ্রুকুটিতে
হয়ে যায় বিকৃত।
আঁকতে চাইলাম- ঘুনে ধরা নিমজ্বিত
সমাজের ছবি। খুলে দিতে
সমাজ কলুষিত করা সমাজপতিদের মুখোশ।
তথাকথিত সমাজপতিদের রোষানলে হয়ে গেলাম গুম।
আঁকতে চেষ্টা করলাম- দেশের ছবি
শোষনমুক্ত স্বাধীন দেশের ছবি।
স্বাধীনতার সুফল ভোগ করা
রাজনৈতিক নেতাদের কারসাজিতে
হলাম দেশ ত্যাগী।
আঁকতে গেলাম স্বাধীন দেশের মুক্ত আকাশে
ডানা মেলে উড়তে চাওয়া পাখীর স্বপ্ন
স্বাধীনতা বিরোধী চক্রের গুম হত্যায়
হলাম কবর বাসি। কবরে শুয়ে এখন
শিল্পী হওয়ার স্বপ্ন দেখি।