728 x 90

বর্ষারাণী: বিচিত্র কুমার

ছলাৎ ছলাৎ বৃষ্টিজলে হাসে মেয়ে কুটিকুটি বর্ষারাণী হাতছানি দেয় সুদূরে ওই একাকী; চুলগুলো তার দীঘলকালো আষাঢ়ের ঐ মেঘ বিজুলী নাচে বিজুলী নাচে হৃদয়মাঝে ব্রেক। দু’কানে তার ঝুমকা দোলে কদম ফুলে ফুলে নাকের নথ বানিয়েছে কলমি লতা দিয়ে; খোঁপাতে তার ফুলের সুবাস জুঁই কামিনী গেঁথে ডাগর ডাগর দুচোখ খুলে চায় শুধু মেয়ে। আঁকাবাঁকা পথেও যেন হেঁটে

ছলাৎ ছলাৎ বৃষ্টিজলে হাসে মেয়ে কুটিকুটি

বর্ষারাণী হাতছানি দেয় সুদূরে ওই একাকী;

চুলগুলো তার দীঘলকালো আষাঢ়ের ঐ মেঘ

বিজুলী নাচে বিজুলী নাচে হৃদয়মাঝে ব্রেক।

দু’কানে তার ঝুমকা দোলে কদম ফুলে ফুলে

নাকের নথ বানিয়েছে কলমি লতা দিয়ে;

খোঁপাতে তার ফুলের সুবাস জুঁই কামিনী গেঁথে

ডাগর ডাগর দুচোখ খুলে চায় শুধু মেয়ে।

আঁকাবাঁকা পথেও যেন হেঁটে যায় অরণ্য আর বনে

রিমঝিম বৃষ্টি ভেজা উতলা বাদলা দিনে;

রোদবৃষ্টির লুকোচুরি নাটাই ছাড়া পাগলা ঘুড়ি

ফিরে ফিরে ডাকে মেঘ গুরুগুরু গানে।

সবুজপাতার শাড়ি পরেও মুখে ভরা নদীর হাসি

হাজার ফুলের মাঝে যেন রঙিন এক প্রজাপতি;

লাল টুকটুক ঠোঁট দুটি তার স্বচ্ছ জলের কণা

হঠাৎ যখন খুলে দেখি আমি দুটি আঁখি।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising