728 x 90

মালয়েশিয়ান এয়ারলাইন্সে বোম্ব আতঙ্ক, ১জন গ্রেপ্তার

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনি থেকে কুয়ালালামপুর গামী ১৯৯ যাত্রী নিয়ে এমএইচ ১২২ বিমানটি উড়িয়ে দেয়ার অভিযোগে ক্যানবেরা অধিবাসী আরিফ (৪৫)কে আটক করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। বিমানের কর্মীসহ সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ১৩ আগষ্ট ২০২৩ সোমবার দুপুর ১টা নাগাদ সিডনি বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে রওনা দেয় এমএইচ১২২ । তাতে ১৯৯ যাত্রীসহ ১২

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনি থেকে কুয়ালালামপুর গামী ১৯৯ যাত্রী নিয়ে এমএইচ ১২২ বিমানটি উড়িয়ে দেয়ার অভিযোগে ক্যানবেরা অধিবাসী আরিফ (৪৫)কে আটক করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। বিমানের কর্মীসহ সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

১৩ আগষ্ট ২০২৩ সোমবার দুপুর ১টা নাগাদ সিডনি বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে রওনা দেয় এমএইচ১২২ । তাতে ১৯৯ যাত্রীসহ ১২ জন কর্মী ছিলেন। মালয়েশিয়ান উড়োজাহাজটি  রওনা দেয়ার মাঝ আকাশে এক মধ্যবয়সি যাত্রী বলতে থাকেন, ‘বিমানটিকে উড়িয়ে দেব।’ তাঁর সঙ্গে একটি ব্যাকপ্যাক ছিল। যদিও সেটি খতিয়ে দেখে কোনও বিস্ফোরক পাননি বিমানকর্মীরা।

মালয়েশিয়া এয়ারলাইন্সের মুখপাত্র পরে সংবাদমাধ্যমেকে বলেন, ‘যাত্রীদের স্বার্থেই বিমানটিকে সিডনি ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ফ্লাইট কমান্ডার।’

এ ধরনের একটি ভুয়া-আতঙ্কজনক খবরে ফ্লাইটের অন্যান্য যাত্রীরা ভয়ে মুষড়ে পড়েন। এয়ারপোর্টে রেড এলার্ট জারি করে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি মোকাবেলা করার জন্ন্যে স্নাইপার, পুলিশের স্পেশাল টেকটিক স্কোয়ার্ড, বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ড ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার কর্মীরা সিডনি এয়ারপোর্টে প্রস্তুতি নেয় । ইতোমধ্যে ফেডারেল পুলিশ খুব সতর্কতার সাথে (মাথায় সমস্যা জর্জরিত)  যাত্রীকে আটক করে। গোটা পরিস্থিতি প্রায় ৩ ঘন্টার মধ্যে পুলিশ নিয়ন্ত্রনে নেয়। তবে, ৩২টি ফ্লাইট তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়।

বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। বিমানের কর্মীসহ বাকি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

পরের দিন অভিযুক্ত আরিফকে  সারিহিলস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, অতঃপর সিডনি সিটির ডাউনিং সেন্টার আদালতে হাজির করা হলে জামিন নাকচ করে তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। আদালত তাকে কম পক্ষে দশ দশ বছরের কারাদন্ড ও ১৫ হাজার ডলার জরিমানা করতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising