সুপ্রভাত সিডনি রিপোর্ট: ১২ নভেম্বর ২০২৩ রবিবার ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ম্যাককুয়ারি ফিল্ডস এলাকার মিল্টন পার্কে প্যালেস্টাইন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য কমিউনিটি ইয়ুথ এন্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ক্ (www.cycdo.com.au) এর আহবানে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । 1 অনুষ্ঠানের শতাধিক নাগরিক অংশগ্রহণ করে প্যালেস্টাইন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। পবিত্র কোরআন
সুপ্রভাত সিডনি রিপোর্ট: ১২ নভেম্বর ২০২৩ রবিবার ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ম্যাককুয়ারি ফিল্ডস এলাকার মিল্টন পার্কে প্যালেস্টাইন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য কমিউনিটি ইয়ুথ এন্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ক্ (www.cycdo.com.au) এর আহবানে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শতাধিক নাগরিক অংশগ্রহণ করে প্যালেস্টাইন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মসজিদের ইমাম এবং কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ খলিল বলেন, তার দল এবং তিনি সকল প্রকার অন্যায় অত্যাচারের বিপক্ষে। ধর্ম, বর্ণ এবং জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করতে চান। আজকের এ শান্তি সমাবেশ তার একটি প্রমাণ। তিনি গাজায় শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এ পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ, ও হৃদয়বিদারক বলে অভিহিত করেন। গাজায় শিশু সন্তান হারা মায়ের এবং একই পরিবারের ২১ জনকে একসাথে হত্যার সাথে নিজের সদস্যদের সাথে তুলনা করে বলেন পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। পৃথিবীর বিভিন্ন দেশের জনগণ এবং আন্তর্জাতিক সংস্থা সমূহ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন, তিনি তাদের সাথে সুর মিলিয়ে বলেন এ যুদ্ধ এ মুহূর্তে বন্ধ করা উচিত । বর্তমান পরিস্থিতিতে ইসলামো ফোবিয়া বেড়ে যাওয়ার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, তবে কাউন্সিলের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন । তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন, আপনারা যে কোন সরকারকে বা দেশকে সাপোর্ট করতে পারেন তবে অস্ট্রেলিয়ার নাগরিকদের কষ্টার্জিত অর্থ যে কোন স্থানে দিতে পারেন না। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা এবং নাগরিক সমাজকে ধন্যবাদ জানান ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ রিয়াল, ইমাম মিন্টো মসজিদ; সাঈদ খলিল, সাধারণ সম্পাদক ইফম ; শেখ হামিদুল্লাহ, ইমাম ম্যাককুয়ারিই ফিল্ডস মসজিদ; আফগান কমিউনিটি নেত্রী মীনা সিকান্দার; আঙ্কেল ডেভিড কেলি, এবরিজিনাল লিডার; ইসমাইল ডেভিড, সি ই ও জাতীয় যাকাত ফাউন্ডেশন অস্ট্রেলিয়া; বিশিষ্ট শিক্ষাবিদ শিবলী আব্দুল্লাহ এবং শেখ কায়সার।বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এব্রোজিনাল,আরব, পাকিস্তানি, সাউথ আফ্রিকান, লেবানিজ, ফিজি, ভারতীয়, বাংলাদেশীসহ অনেকে স্বতঃস্ফূর্তভাবে পতাকা, ফেস্টুন, ছোট ছোট ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন। বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার লীডার হোসেন আরজু, ডাক্তার মোহাম্মদ ইলিয়াস, ডাক্তার নাসরিন সুলতানা,করিম ইকবাল,আক্তার সৈয়দ বাদল, নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ড.শফিকুর রহমান,আসাদ চৌধুরী সেলিম,ইমরান,আরজু প্রমুখ।ইসরাইলের গণহত্যা, নির্বিচারে শিশু হত্যার বিরুদ্ধে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং অতিসত্বর যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান । সেই সাথে বক্তারা অস্ট্রেলিয়ার জনগণকে সরকারের উপর অব্যাহতভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান এবং অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নেতা নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট আহ্বান জানান ।
অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং কমিউনিটি ইয়ুথ এন্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ক্ এর সভাপতি আব্দুল্লাহ ইউসুফ শামীম সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিশেষ করে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল অথরিটি,নিউ সাউথ ওয়েলস পুলিশ ডিপার্টমেন্ট, বিভিন্ন দেশীয় বক্তা, কমিউনিটি ভয়েস, সেচ্ছাসেবক, মিডিয়াসহ আগত সকল পরিবারকে ধন্যবাদ জানান ইউসুফ শামীম।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *