কায়সার আহমেদ: কেম্বেলটাউনস্থ বারডিয়া পাবলিক স্কুল প্রাঙ্গণে ‘পাঠশালা’ রারডিয়া বাংলা স্কুলের বাৎসরিক অনুষ্ঠান রোববার (১০ ডিসেম্বর) ২০২৩ আনন্দমুখর পরিবেশে পালন করা হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত ও জাতীয় স্বীকৃতি পত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল মিলি ইসলাম। স্কুলের সভাপতি ড. রফিকুল ইসলাম তার বক্তব্যে স্কুলটির কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষা অফিসার এনিয়া গেনন ও কাউন্সিলর মাসুদ চৌধুরী। উপস্থিত সকল অতিথি, অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন স্কুল কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস।
দ্বিতীয় পর্বে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। যৌথভাবে সঞ্চালন করেন শিক্ষিকা হামিদা খানম, রুমানা ইসলাম ও শারিয়া নূর মৌ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থী আরিব ইমরান তার ভাষা শিক্ষায় মিনিষ্ট্রিয়াল মেরিট অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ তানভীর হাসান, কার্যনির্বাহী সদস্য তানবীর আলম রিয়াদ অন্যতম।
প্রচুর বাংলা ভাষা-ভাষিদের বসবাসের কারণে তাদের সন্তানদের বাংলা শিক্ষায় এই ‘পাঠশালা’ নামক স্কুলটির প্রয়োজন ছিলো। স্কুলটি হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। স্কুলটির বর্তমান সভাপতির সাথে আলাপকালে জানা যায় গত বছরে স্কুলটি টেকনোলজি গ্রান্ট, প্রজেক্ট ও সিলেবাস গ্রান্ট এবং পার কেপিটা গ্রান্ট হিসেবে মোট তেরো হাজার ডলারের অনুদান লাভ করেছে। বর্তমানে স্কুলের প্রিন্সিপাল সহ তিনজন বেতনভুক্ত শিক্ষক কাজ করেছেন।