সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে এক বিশেষ দুয়ার আয়োজন করা হয়। এডমোনসন পার্কের সুপরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে মাহিউদ্দিন (১৭) দুর্ঘটনায় ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ইন্তেকাল করে । তারই স্মরণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতি সংক্ষিপ্ত
সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে এক বিশেষ দুয়ার আয়োজন করা হয়। এডমোনসন পার্কের সুপরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে মাহিউদ্দিন (১৭) দুর্ঘটনায় ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ইন্তেকাল করে । তারই স্মরণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতি সংক্ষিপ্ত দুইএকজনের বক্তব্যের পর ভারাক্রান্ত মনে কথা বলেন মরহুম মাহিউদ্দিনের পিতা বিশিষ্ঠ ব্যবসায়ী গিয়াসউদ্দিন। তার আবেগজড়িত কথায় মুহূর্তে উপস্থিত সকলের চোখের কোনে পানি জ্বল জ্বল করতে থাকে।
ব্যবসায়ী গিয়াসউদ্দিন কমিউনিটিতে অতি পরিচিত এবং তিনি বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সম্মানিত সদস্য। তাঁর একমাত্র ছেলের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে সুপ্রভাত সিডনিতে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে।
https://suprovatsydney.com.au/2023/12/17/a-tragic-death-and-the-community-stunned/
সিডনিতে আরেকটি মৃত্যুর খবর আমরা প্রচার করি, যা কমিউনিটিতে বিশেষ প্রভাব ফেলেছে। দেলোয়ার হোসেন (৫৯) নামে একজন বাংলাদেশী ভাইর “ফুড পয়োজনে মৃত্যু”,
https://suprovatsydney.com.au/2023/12/01/another-bangladeshi-died-in-sydney/
সুপ্রভাত সিডনির বিশেষ প্রচেষ্টায় মরহুমের বন্ধু খুঁজে বের করা হয়। বাকি নামে এক বন্ধুর সাথে মরহুম দেলোয়ারের শেষ কথা হয়। তিনিও দো’য়াতে শরিক ছিলেন।
সবশেষে দো’য়া পরিচালনা করেন সিডনির সুপরিচিত সমাজ সেবক, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সিনিয়র নেতা মুফাজ্জাল হোসেন ভুইয়া। তিনি দেলোয়ার হোসেন এবং অসুস্থ অনেকের জন্য দোয়া করেন তার ভিতর শাহাবুদ্দিন (প্রকৌশীলীর) নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *