সুপ্রভাত সিডনি রিপোর্ট :গত ২৫ নভেম্বর শনিবার ২০২৩ আব্দুর রাজ্জাক নামে একজন সিডনি প্রবাসী বাংলাদেশী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নব্বই দশকের সকলের কাছে তিনি সৎ এবং ভালো লোক,ভদ্রলোক হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে আব্দুর রাজ্জাক ভাইয়ের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটে। জানাজা শেষে তাকে নাড়াল্যান্ড কবরস্থানে দাফন করা হয়।
সিডনি প্রবাসী বাংলাদেশীরা জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন। কবরস্থানে তার জন্য দো’য়া করেন এ এম ডব্লিউ সি ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাদী তানভীর।
তার মৃত্যুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। আল্লাহ্পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং মরহুমের পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুন (আমিন)-সুপ্রভাত সিডনি পরিবার থেকে এ কামনা করি।