বুলেট বিদ্ধ- বায়োনেট চার্জে রক্তাক্ত মায়ের কোলে
বেহেস্তের সওগাদ ক্ষুধার্ত শিশুর কান্না অবিরত।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে-
মা করছে সন্তানদের বাঁচানোর শেষ চেষ্টা।
মনের জোরের প্রতীক হয়ে
আকাশে ভেসে ভেসে
নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর অক্লান্ত প্রচেষ্টা।
শান্তির দূত পায়রা পিশাচের হুমকিতে
হিংস্রতার কালো রাত হতে
আলোর নিরাপদ আকাশে পৌছাতে
ভয়হীন মা’কে দিচ্ছে সঙ্গ পাহারা।
মানবতার নির্ভীক সীমাহীন আকাশ
বুক পেতে ঠাঁই দিতে প্রস্তুত।
শুধু মানবরূপী দানবদের নেই মায়া
নিজ স্বার্থ ব্যতিত।
গাজায় ইসরাইলী অমানবিক অন্যায় অগ্রাসন-
আট নয় বছরের শিশুর মনে ঝড় তোলে
করুন ছবি আঁকবার এমন।
বিশ্ব মানবতার ঝাণ্ডাধারী শক্তিশালী
রাষ্ট্রের ঘুম ভাঙ্গে না তবুও
বিশ্ববিবেক সাড়া দেয় না তবুও।