728 x 90

শান্তির পৃথিবী: -ফারুক আহম্মেদ জীবন

কোনো খুনোখুনি রক্তারক্তি পরিবার, সমাজ, এমনকি বিশ্বে কোথাও কোন শান্তি বয়ে আনতে পারেনা বরং অশান্তি বাড়তে বাড়তে তা- একসময় তীব্র থেকে তীব্রতর হয়ে জটিল আকার ধারণ করে সবকিছু ধ্বংস করতে ঘটে মহা বিস্ফোরণ, যে বিস্ফোরণে অগণিত মানুষের হয় আত্মঘাতী মরণ। তাই যুদ্ধে জড়িত যত দেশ সেই দেশের মানুষগুলোকে বলছি অনেক…অনেক হয়েছে এবার ক্ষান্ত দাও, বলো..যুদ্ধ

কোনো খুনোখুনি রক্তারক্তি

পরিবার, সমাজ, এমনকি বিশ্বে

কোথাও কোন শান্তি বয়ে আনতে পারেনা

বরং অশান্তি বাড়তে বাড়তে

তা- একসময় তীব্র থেকে তীব্রতর হয়ে

জটিল আকার ধারণ করে

সবকিছু ধ্বংস করতে ঘটে মহা বিস্ফোরণ,

যে বিস্ফোরণে অগণিত মানুষের

হয় আত্মঘাতী মরণ।

তাই যুদ্ধে জড়িত যত দেশ

সেই দেশের মানুষগুলোকে বলছি

অনেক…অনেক হয়েছে এবার ক্ষান্ত দাও,

বলো..যুদ্ধ বিগ্রহ ধ্বংসলীলা চালায়

সব অস্ত্রের মহড়া দেখিয়ে

অবুঝ নিষ্পাপ দুগ্ধ শিশু- অবলা নারী মেরে

কী সুখ তোমরা পাও?

আর যুদ্ধ দেখতে চাইনে-

একটা শান্তির পৃথিবী দেখতে চাই

তোমাদের ক্রোধ রোষানলে বলি হতে হয়েছে

ফিলিস্তিনের কবি হেবা কামালকে

হেবা কামালের মত আর কোন কবির

অকালমৃত্যু দেখতে চাইনে…

দেখতে চাইনে কোন অবুঝ শিশুর মৃত্যু

কোন শিশু যেনো আর মা-বাবা হারা না হয়

সব মনুষ্য বিবেক জাগ্রত করো

অজস্র শিশুর পক্ষ থেকে করছি অনুরোধ,

থামাও…থামাও সব ক্রোধ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising