সুপ্রভাত সিডনি রিপোর্ট: ‘মায়া চত্বর’ সাহিত্য সংগঠনের উদ্যোগে বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি ভেজা সন্ধ্যায় জ্যাক মানডি রিজার্ভে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে লেখক পাঠক পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্টলেকস, রোজবেরি ও হিলসডেলে বসবাসরত কবি ও লেখক-পাঠকরা অংশগ্রহণ করেন।
বিষয় ভিত্তিক কবিতার আড্ডায় এবারের বিষয় ছিল ‘ভালবাসা’। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর ড. আলী কাজী, যাদুশিল্পী ও লেখক আব্দুল জলিল, কবি শাহরিয়ার ইমতিয়াজ আহমেদ ও শাহাদাত রিয়াদ। অনুষ্ঠানে অন্য কবির কবিতা পাঠ করেন লেখক ইসাহাক হাফিজ, তানভীর আহমেদ খান, প্রফেসর ডঃ শামীম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হায়দার খান, রাসেল মালিক, কামরুল ইসলাম, কামরুজ্জামান, আবু সুফিয়ান, জাফর আহমেদ সেলিম, সাইফুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।