আজও চাঁদগলা রাতে সেজে উঠি….
সোমত্ত চাঁদ সদাগর
তারপর মনসার তাড়নে তাড়নে ঘুমিয়ে দুঃস্বপ্নের ভেতর
কোথায় যুদ্ধের করতোয়া রং?
পারিজাত সকালে লক্ষ্মীমন্ত বউ এসে দাঁড়ায়
আমাদের সুঠাম উঠোনে
অমনি পাশের করবী গাছে সেজে ওঠে, ফুল-পাখি
আর আমি দ্যাখো, শত অভাবের বাদামী পাহাড় ডিঙিয়ে
সেজে উঠি…প্রকৃত দরবেশ