রংবেরঙে ফুল ফুটেছে
বসন্তের কালে,
মনের সুখে পাখিরা তাই
উড়ছে ডালে ডালে।
কৃষ্ণচূড়া বকুল জবা
দিচ্ছে কী যে ঘ্রাণ,
সেই ঘ্রাণেতে শীতল করে
এই নাহীদের প্রাণ।
বুলবুলিটা লেজ নাড়িয়ে
ঘুরছে ফুলবনে,
মিষ্টি সুরে গানটা ধরে
ব্যস্ত আলাপনে।
ফাগুন দিনে মধুর ঘ্রাণে
ভীষণ ভালো লাগে,
মন কাননে অজানাতেই
ভালোবাসা যে জাগে।
ইচ্ছে করে মেলিয়ে ডানা
গাছের পরে উড়ি,
মনের সুখে নীল আকাশে
মনটা ভরে ঘুরি।