সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সিডনির ডার্লিংহার্বারে International Convention & Exhibition Centre এর বলরুমে এক জাঁকজমক ডিনারের আয়োজন করেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার অনারেবল Chris Minns এমপি। প্রিমিয়ারের হারমনি ডিনার NSW এর বহুসাংস্কৃতিক নেতাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি সরূপ এ ধরনের ডিনার প্রতি বছর প্রতিটি মিমিয়ার করে থাকেন যার যার অবস্থান থেকে।
সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সিডনির ডার্লিংহার্বারে International Convention & Exhibition Centre এর বলরুমে এক জাঁকজমক ডিনারের আয়োজন করেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার অনারেবল Chris Minns এমপি।
প্রিমিয়ারের হারমনি ডিনার NSW এর বহুসাংস্কৃতিক নেতাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি সরূপ এ ধরনের ডিনার প্রতি বছর প্রতিটি মিমিয়ার করে থাকেন যার যার অবস্থান থেকে। এ বার্ষিক ইভেন্টটি উদ্যাপন করার আরেকটি কারণ, কীভাবে আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধ ,বৈচিত্র্য আমাদের রাজ্যের ভবিষ্যতকে প্রভাবিত করেছে এবং ভবষ্যতে নিউ সাউথ ওয়েলস এর উন্নয়নে সমগ্র কম্যুনিটি কাজ করা যায়।
আন্তর্জাতিক মানের ভেন্যু, অভিজাত পরিবেশে প্রিমিয়ার সহ লেবার পার্টির মন্ত্রী, এমপিরা বক্তব্য রাখেন। বহুজাতিক অস্ট্রেলিয়ায় হাজারো ভাষাভাষীর বিভিন্ন সংস্কৃতির মানুষ সহবস্থান করেন। বিভিন্ন কম্যুনিটির নেতৃবৃন্দ ছাড়াও সরকারি হাই অফিশিয়াল, বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির পক্ষ থেকে অংশ গ্রহণ করেন মুহাম্মদ জাকির হোসেন রাজু।
প্রিমিয়ার তার বক্তব্যে উল্লেখ করেন,এই ব্যতিক্রমী ব্যক্তিরা আমাদের সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করেছেন।
এখানে উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও প্রিমিয়ার ইফতার মাহফিল করার কথা থাকলেও এ বছর সেটা হচ্ছে না। ফিলিস্তিন ইস্যুতে প্রিমিয়ারের ন্যক্কারজনক বক্তব্যে অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটি মর্মাহত হয়েছেন। এতে ভিক্টোরিয়া এবং নিউসাউথ ওয়েলস প্রিমিয়ারের ইফতার সকল ইসলামী সংগঠন বয়কট করেছেন। ভিক্টোরিয়া এবং নিউসাউথ ওয়েলস প্রিমিয়ার তাদের বাৎসরিক ইফতার মাহফিল বাতিল ঘোষণা করে।
এদিকে অনারেবল টনি বার্ক এমপি, অনারেবল জেসন ক্লেয়ার এমপি,অনারেবল জিহাদ দিব এমপি তাদের যৌথ বাৎসরিক ইফতার মাহফিল বাতিল করে দেন। তবে তারা একটি মহৎ ঘোষণা দিয়েছেন একই সাথে, সেটা হচ্ছে -ইফতার মাহফিলের অর্থ সমুদয় গাজা বাসীর জন্য প্রেরণ করবেন। যা সত্যি একটি সুন্দর উদ্যোগ। গাজা বা ফিলিস্তিনের মুসলমানদের অসহায়-করুন অবস্থায় সকল ইফতার বর্জন করে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সময়ের দাবি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *