সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২০ মার্চ ২০২৪ রোজ বুধবার ব্যাঙ্কসটাউনের অভিজাত হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জনপ্রিয় মেয়র বিলাল এল-হেইক এর প্রথম ইফতার মাহফিল ছিল শতভাগ সফল। বিগত দিনের মতো গণ-ইফতার থেকে সরে এসে এবার শুধু মাত্র নিমন্ত্রিত অতিথিবৃন্দ এ ইফতারে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছে।
সরকারি ও বেসরকারি আমলা, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতা, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়ার উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
নামাজের পর শুরু হয় আনুষ্ঠানিক ইফতার। বাহারি খাবারের পর শুরু হয় একে অপরের সাথে কুশল বিনিময় এবং স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলা।
মেয়র বিলাল এল-হেইকের স্বাগত বক্তব্য সকলেই মনোযোগ সহকারে শুনেন উপস্থিত হলভর্তি আগত নারী -পুরুষ এবং কাউন্সিলের বিভিন্ন তপকার স্বেচ্ছাসেবকরা।
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রুপের জনপ্রিয় ইউটিউব প্রেজেন্টার এএনএম মাসুম উপস্থিত ছিলেন।