728 x 90

মানবতার প্রতি অবিচ্ছিন্ন সমর্থন ও সেবার লক্ষে  অস্ট্রেলিয়ার ডাক্তাররা Rafah-GAZA যাচ্ছেন

    সুপ্রভাত সিডনি রিপোর্ট : বর্তমান বিশ্বের সবচেয়ে সমালোচিত ও মজলুমদের আবাস্থল রাফাহ -গাজা যাচ্ছে কয়েকজন ডাক্তার সেবা করার উদ্দেশ্যে। জীবন বাজী রেখে মৃত্যুকূপের মতো জায়গায় যাওয়া বেশিরভাগ মানুষের পক্ষেই অসম্ভব। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে ডাক্তারদের হচ্ছে সর্বোচ্চ উপার্জন,রাজকীয় জীবনযাপন। এ ধরনের আলিশান জীবনযাপনে অভ্যস্ত ডাক্তাররা কেন এতো বিপদজনক ও জীবনের ঝুঁকি নিয়ে

 

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : বর্তমান বিশ্বের সবচেয়ে সমালোচিত ও মজলুমদের আবাস্থল রাফাহ -গাজা যাচ্ছে কয়েকজন ডাক্তার সেবা করার উদ্দেশ্যে। জীবন বাজী রেখে মৃত্যুকূপের মতো জায়গায় যাওয়া বেশিরভাগ মানুষের পক্ষেই অসম্ভব। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে ডাক্তারদের হচ্ছে সর্বোচ্চ উপার্জন,রাজকীয় জীবনযাপন। এ ধরনের আলিশান জীবনযাপনে অভ্যস্ত ডাক্তাররা কেন এতো বিপদজনক ও জীবনের ঝুঁকি নিয়ে নিজের অর্থে টিকিট,খাবার ইত্যাদি দিয়ে রাফায় যাচ্ছে ? তাদের পরিবার পরিজন বিষয়টিকে কিভাবে নিয়েছে ? আগামী ১৫ এপ্রিল ২০২৪ আমাদের ওয়েবসাইটে তাদের একটি সংক্ষিপ্ত  সাক্ষাৎকার পড়লেই কিছুটা হয়তো বুঝতে পারবেন।

সমগ্র বিশ্বের নিরীহ -সচেতন জনগণের মতো আমরা গাজার সামান্য রিপোর্ট দেখে চমকে উঠি। অনেক করুন ছবি ও ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে দুচোখ দিয়ে অশ্রু ঝরে। রাফাহতে (গাজা) যারা ঘর-বাড়ী ছাড়া, মানবেতর জীবন যাপন করছেন,যেকোন সময় সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারাবার ভয়ে তটস্ত ঠিক তখন এ দুঃসাহসী ডাক্তার যাচ্ছে মজলুমদেরকে চিকিৎসা সেবা দিতে। এরাতো শুধু ডাক্তার নয়,উনারা অস্ট্রেলিয়ার হিরো।

উক্ত  ডাক্তার গ্রূপ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যাবতীয় মেডিকেল সাহায্য দেন। নিজের জীবনের কোনো পরোয়া না করে দেশ থেকে দেশান্তরে অর্থাৎ বিশ্বের সঙ্কটপূর্ণ দেশগুলোতে ইউনাইটেড নেশনের সাথে লিঁয়াজো করে চলে যান। এ পর্যন্ত উনারা যতো মিশনে গিয়েছেন, তন্মধ্যে রাফাহ হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত সবাই ফেরত আসতে পারবে কিনা একমাত্র আল্লাহ পাক জানেন। ডাক্তারদের বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ও রাফাহতে বন্টন যোগ্য পণ্যে আপনি সরাসরি শরিক হতে পারেন। নিচে তাদের সংক্ষিপ্ত ভিডিও, ওয়েবসাইট এবং ব্যাঙ্ক বিস্তারিত দেয়া হলো আপনাদের সুবিধার্থে। আল্লাহ্পাক ডাক্তারদেরকে কবুল করুন এবং আমাদের অনুদান, দো’য়া কবুল  করুন (আমিন)। ওয়েবসাইট 

সরাসরি ডিপোজিট লিংক

 

EFT Payments:

 

Bank: Commonwealth Bank

BSB: 062-443

Account#: 11027244

Account Name: Global Medical Foundation Australia

 

Donations over $2 are Tax Deductable.

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising