728 x 90

বাংলাদেশের  অস্ট্রেলিয়ান দূতাবাসে ভিসা প্রক্রিয়া নিয়ে বিশেষ পর্যালোচনা

  সুপ্রভাত সিডনি রিপোর্ট : বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভিসা প্রক্রিয়া ভারতে চলে যাওয়াতে বাংলাদেশীদেরকে বাড়তি একটি সমস্যার মুখে পড়তে হয়েছে। যেকোন ভিসা সেন্টার সে দেশেই হবে এটাই স্বাভাবিক। কোন অদৃশ্য ইশারায় অস্ট্রেলিয়ান হাইকমিশনকে স্থানান্তরিত করা হয়েছে ,এটা কারো জানা নেই। এ যেনো আমাদের দেশের গায়েবী মামলার মতো। গায়েবী মামলার যেমন কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভিসা প্রক্রিয়া ভারতে চলে যাওয়াতে বাংলাদেশীদেরকে বাড়তি একটি সমস্যার মুখে পড়তে হয়েছে। যেকোন ভিসা সেন্টার সে দেশেই হবে এটাই স্বাভাবিক। কোন অদৃশ্য ইশারায় অস্ট্রেলিয়ান হাইকমিশনকে স্থানান্তরিত করা হয়েছে ,এটা কারো জানা নেই।

এ যেনো আমাদের দেশের গায়েবী মামলার মতো। গায়েবী মামলার যেমন কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন অলিখিত আইনে হাজার হাজার অবৈধ মামলা বৈধতার মোড়কে আদালতে উঠছে।

বাংলাদেশের ছাত্র, ব্যবসায়ী, পর্যটক সকলেরই প্রথম পছন্দ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রবাসীদের বাবা -মা আত্মীয় স্বজন বা ছাত্রদের ভিসা ইত্যাদি VFS এর মাধ্যমে চলে যায় পাশের দেশ ভারতে, অস্ট্রেলিয়ান হাই কমিশনে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সকল কাগজপত্র ঠিক থাকার পরও রিজেক্ট করে দেয়। কিন্তু কেন? কেউ অনুসন্ধান করে দেখেছেন ?

কারন একটাই , বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো লোক নেই। ভারতের এ স্বেচ্ছাচারিতার মুখোশ উন্মোচনের কারো সাহস নেই। ভারত সমগ্র বাংলাদেশ দখল করে আছে  আর এ অস্ট্রেলিয়ান হাই কমিশন কিছুই না।

জনসাধারণের দুরবস্থা এবং ভোগান্তির কথা স্মরণ করে বাংলাদেশী কয়েকটি সামাজিক সংগঠন ও ব্যবসায়ী  বিভিন্ন মন্ত্রীদেরকে এ বিষয়ে অবগত করেন এবং যথাযথ ব্যবস্থা নেবার অনুরোধ জানান। কম্যুনিটি লীডারদের মধ্যে উল্লেখযোগ্য, শাহজান পাটোয়ারী (বিশিষ্ট ব্যবসায়ী), আজাদ আলম (প্রকৌশলী, সভাপতি  বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি), ইব্রাহিম খলিল মাসুদ (ডেপুটি মেয়র,ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল), এএনএম মাসুম (মাল্টি মিডিয়া প্রেজেন্টার, সাবেক স্টেট এমপি পদপ্রার্থী গ্রানভিল,সিডনি), ইকবাল চৌধুরী (সহ-সভাপতি, কম্যুনিটি ইয়ুথ & সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এবং এম,এ,ইউসুফ শামীম (প্রধান সম্পাদক, সুপ্রভাত সিডনি -অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা) ।

দেশের মানুষের স্বার্থে আমরা বিভিন্ন মন্ত্রীদের কাছে বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। Senator the Hon Penny Wong হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আপনারা সরাসরি ফোন করে বিষয়টি জানাতে পারেন , পোস্টাল ঠিকানা : PO Box 6237, Halifax Street, Adelaide, SA, 5000 Australia. ইমেইল : senator.wong@aph.gov.au

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising