728 x 90

অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর  ইফতার ও  দোয়া  মাহফিল 

    সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়া এর উদ্দোগে ইফতার ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয় গত রোববার ২8 মার্চ  ল্যাকেম্বার  LMA সেন্টারে। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ী আফনান আহমেদ এবং সাদি আহমেদ । তারপর নাশিদ পাঠ করেন  মো: আবিদুর রহমান। সংগঠনের সাধারণ

 

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়া এর উদ্দোগে ইফতার ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয় গত রোববার ২8 মার্চ  ল্যাকেম্বার  LMA সেন্টারে।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ী আফনান আহমেদ এবং সাদি আহমেদ । তারপর নাশিদ পাঠ করেন  মো: আবিদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ (ইঞ্জিনিয়ার) সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী সবাইকে এক হয়ে অ্যাসোসিয়েশন এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তার  সাথে ক্বিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিশু ও তাদের অবিভাবকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

 

 

কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী ও ক্রীড়া সম্পাদক

সুহেল হোসাইনের যৌথ উপস্থাপনায় বিপুল সংখ্যক  শিশু কিশোর এতে অংশগ্রহণ করেন।

ইফতার মাহ্ফিলে ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাওলানা শেখ ইশফাক, সংগঠনের সভাপতি  মো: সাইফুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক  রাসেল আহমেদ,  সহ-সভাপতি  মো: নানু মিয়া ,  সাবেক সভাপতি এ কে এম হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফাজিল বারি জসিম, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক  সম্পাদক আব্দুল কুদ্দুস লাবলু । পুরস্কার বিতরণী কার্যক্রম সহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান শাহরিয়ার সুমন।

অবশেষে মাওলানা শেখ ইশফাক রমজানের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন এবং মুসলিম ঊম্মার সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising