728 x 90

স্পেনের পালমা দ্যা মাইয়ুরোকা শহরে নবনির্মিত মসজিদে ইফতার মাহফিল

  সুপ্রভাত সিডনি রিপোর্ট : স্পেনের পালমা দ্যা মাইয়ুরোকা প্রথম বাংলাদেশী জামে মসজিদে ২৮ মার্চ ২০২৪ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে বাংলাদেশী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। প্রথম রমজান থেকে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিদিন মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে । ইফতারে বিশ্বের মুসলমানদের দোয়া কামনা করা হয়। এদিকে ১১ মার্চ ২০২৪

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : স্পেনের পালমা দ্যা মাইয়ুরোকা প্রথম বাংলাদেশী জামে মসজিদে ২৮ মার্চ ২০২৪ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে বাংলাদেশী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। প্রথম রমজান থেকে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিদিন মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে । ইফতারে বিশ্বের মুসলমানদের দোয়া কামনা করা হয়।

এদিকে ১১ মার্চ ২০২৪ শুক্রবার জুম্মা নামাজ আদায়ের মাধ্যমে বাংলাদেশি প্রথম জামে মসজিদের উদ্বোধন হয়। প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে নির্মিত প্রথম বাংলাদেশি মসজিদটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদের সভাপতি জালাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদসহ নেতৃবৃন্দ। মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান, মসজিদে শিশুদের জন্য মক্তব্য চালু করা হয়েছে।

অপরদিকে নবনির্মিত মসজিদ পরিচালনার জন্য ১৮ সদস্য বিশিষ্ট প্রাথমিক কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। জালাল উদ্দিন সিকদারকে সভাপতি ও সাইদুর রহমান সাঈদকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মাসুম পারভেজ মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরান, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন আকন্দ রাসেদ, সদস্য নাহিদ হোসেন, মোহাম্মদ রাফিকুল ইসলাম আলম, গোলাম রসুল জাকির, রাকিবুল হাসান, ফয়ছাল আহমেদ, সাজ্জাদ হোসেন, কাউসার খান, সফিকুল ইসলাম, মেজবা আহমেদ, মোহাম্মদ রেজাউল মীরধা, মোহাম্মদ মইন উদ্দিন, মাহবুব উদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising