আমি তোমার মাঝে দুয়ের ছায়া দেখি,
অসিমেরে তাই আপন আলোয় এমনই বাঁধিয়া রাখি।
খড়কুটো দিয়ে বাঁধিয়াছিলেম একদিন যে ঘর
সেই ঘর আজ আপন হলো, তুমিই হলে পর।
তোমার সাথে হারিয়ে গেলো শেষের কবিতা বই,
এলোচুলো তাই দরোজার পাশে বিনিদ্র জেগে রই।
দূরের বন্ধু আসবে কী আর আবার আমার পথে
আগের মতোই বলবো কথা প্রিয় কোনও সাক্ষাতে।