728 x 90

সিডনির বন্ডাই শপিং মলে খ্রিষ্টান সন্ত্রাসীর হামলায় ৬ জন নিহত

  সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনির ট্যুরিস্ট এলাকা বন্ডাই ওয়েস্টমিড শপিং মলে ছুরিকাঘাতে ৬ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন ১২জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ১৩ এপ্রিল ২০২৪ বিকেল ৩৩০ মি: নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই জাংশন শপিং সেন্টারে এ হামলা ঘটে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ান নারী পুলিশ কুইন্সল্যান্ডবাসী জোয়েল কাউচি নামে

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনির ট্যুরিস্ট এলাকা বন্ডাই ওয়েস্টমিড শপিং মলে ছুরিকাঘাতে ৬ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন ১২জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ১৩ এপ্রিল ২০২৪ বিকেল ৩৩০ মি: নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই জাংশন শপিং সেন্টারে এ হামলা ঘটে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ান নারী পুলিশ কুইন্সল্যান্ডবাসী জোয়েল কাউচি নামে এক ব্যক্তিকে (৪০) সন্ত্রাসীর দায়ে গুলি করে হত্যা করেছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক  বলেছেন, ওই ব্যক্তি উত্তর-পূর্ব রাজ্য কুইন্সল্যান্ডর নিকটবর্তী তুওউম্বা শহর থেকে এসেছিলেন।

তার ডান বাহুতে একটি স্বতন্ত্র ধূসর, লাল এবং হলুদ ড্রাগনের ট্যাটু আছে বলে কুক জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনি মানসিক সমস্যায় ভুগছেন। এটাই কি নিয়ম? এ পর্যন্ত যতগুলো অমুসলমান সন্ত্রাসী কাজ করেছে, মোটামুটি সকলকেই “মানসিক সমস্যায় ভুগছেন” বলে আখ্যায়িত করেছেন। এ ঘটনায় ৯ মাস বয়সী শিশু ও তার মাসহ আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খুব গুরুতর। শিশুটিকেও নরপশু ছুরিকাঘাত করতে ছাড়েনি অথচ তাকে সন্ত্রাসী হিসেবে গণ্য না করে স্রেফ মানসিক সমস্যা বলে চালিয়ে দিয়েছে। সন্ত্রাসী কাউচের হামলায় পাকিস্তানী বংশভুত ফরাজ তাহির নামে একজন সিকিউরিটি অফিসার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), আল্লাহ্পাক নিশ্চই উনাকে শহীদের মর্যাদা দান করবেন (আমিন) । তাহিরের ঐদিন প্রথম শিফট ছিল বলে তার বন্ধু সূত্রে জানা গেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, প্রিমিয়ার ক্রিস মিনসসহ আরো হাই অফিশিয়াল ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জ্ঞাপন করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, “একজন ফরাসি নাগরিক ড্যামিয়েন গুয়েরোটক যিনি বন্ডাই জংশনে হামলাকারীকে মোকাবিলা করেছিলেন, যতদিন তিনি চান ততদিন  অস্ট্রেলিয়ায় থাকার জন্য স্বাগতম । ফরাসি ম্যানের সাহসিকতায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিডিয়ায় প্রকাশ্যে তার সাহসিকতার তারিফ করে তাকে অস্ট্রেলিয়ার নাগিরিকত্ব দেবার ঘোষণা দেন। সিডনির প্রতিটি রাস্তায় অতিরিক্ত পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো।

এ ধরনের স্মরণকালের মারাত্মক সন্ত্রাসী কর্মকান্ডে সমগ্র বিশ্ব হতভাগ এবং ভাষাহীন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মৃতদের জন্য সমবেদনা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, প্রিমিয়ার ক্রিস মিনসসহ আরো হাই অফিশিয়াল ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জ্ঞাপন করেন।

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

2 Comments

সর্বশেষ পোস্ট

Advertising