এই মুহূর্তে দক্ষিণা হাওয়া বয়ে গেল
অনুভব করলো গাত্র কাছ থেকে,
হৃদয়ের অকপটে বুনলো শিহরণ-
তুমি কি তার আভাস শুনতে পাও?
যে বাতাসে মিশেছিল প্রলয়ের সুর-
যার রন্ধ্রে বয়ে বেড়ায় বিরহের রোদ্দুর
যার গালিচায় এসেছি তোমার দ্বারে,
যে বাতাস মাতাল করে তোমাতে আমারে।
প্রতিটি স্পর্শে মিশে আছে যার,
বিষাদের তীব্র হাহাকার,
শোঁ শোঁ আওয়াজে কানে ছড়িয়ে দেয়
বেদনার শবদাহ ভিতরকার,
তুমি কি আদৌও তা শুনতে পাও.?