হলো যুদ্ধ হতে শুদ্ধ
কারা বদ্ধ বাকরুদ্ধ,
ঝরে রক্ত বুকে কষ্ট
ফুঁসে উঠলো যুবক বৃদ্ধ।
জমা বেদনা গুরু উৎপাত
হানে হানাদার, করো উৎখাত।
কতো জননী হলো সংগ্রামী
শত রমনীর সম্ভ্রম হানি।
এলো মিলিটারি সাথে রাজাকার
কতো কাঁন্না কতো চিৎকার।
ছুটে কিশোলয় নবীন বৃদ্ধা,
ওরা সংগ্রামী বীর যোদ্ধা-
হবে জব্দ, হও হুঁশিয়ার
দেশ বাঁচাতে হও সোচ্চার।
ওরা তপ্ত, নয় ক্ষান্ত
হবে দেশটা প্রানবন্ত,
আজি উল্লাস দেশ মুক্ত
শত স্বপ্ন হলো জীবিত।
উড়ে নিশান মুক্ত গগন
আজ গর্বিত মুখরিত প্রান,
আর রবে না ওরা অভুক্ত
আর ঝরবে না তাজা রক্ত।