728 x 90

বারি স্পন্দন: সেলিনা জামান লীনা

প্রভুর কৃপায়, রহমতের দার খুলে এসো ঝাঁ ঝাঁ গ্রীষ্মে প্রশান্তির বারিধারা, দমকা হাওয়ার তোড়ে শীতল করো দূর হোক দাহ ঘুঁচে যাক জরা। আকাশ ভেঙ্গে এসো বৃষ্টি ঝর ঝর অবারিত সবুজ প্রান্তর সুশোভিত করো, সদা মনোহর তৃষ্ণার্ত প্রাণের আহ্বান শীতষ্ণ পরশে শান্ত কর জীবের অতিষ্ঠ প্রাণ। নগরীর যতো অস্বাস্থ্য বোঝ ধুয়েমুছে কর সাফ কংক্রিটের ভাঁজে ঘুনেধরা

প্রভুর কৃপায়, রহমতের দার খুলে এসো

ঝাঁ ঝাঁ গ্রীষ্মে প্রশান্তির বারিধারা,

দমকা হাওয়ার তোড়ে শীতল করো

দূর হোক দাহ ঘুঁচে যাক জরা।

আকাশ ভেঙ্গে এসো বৃষ্টি ঝর ঝর

অবারিত সবুজ প্রান্তর সুশোভিত করো,

সদা মনোহর তৃষ্ণার্ত প্রাণের আহ্বান

শীতষ্ণ পরশে শান্ত কর জীবের অতিষ্ঠ প্রাণ।

নগরীর যতো অস্বাস্থ্য বোঝ ধুয়েমুছে কর সাফ

কংক্রিটের ভাঁজে ঘুনেধরা ওয়াল নির্মল হোক।

বারিস্পন্দনে মাটির সোঁদা গন্ধ মনোমুগ্ধ শীতল,

বৃষ্টির ছোঁয়ায় নবযৌবন উথাল পাথাল নদীর কুল,

তোমার পরশে সুজলা সুফলা মাঠ ঘাট বিল থৈ থৈ,

আকাশ বাতাস অতি মনোহর উল্লাসে হৈচৈ।

ফাগুন এলে ফুলেল সুবাস মনন চিত্তে হাসি রঙ

মৃদুল হাওয়ার পরশে ঘুচে ক্লান্তির অবসান।

হতভাগা মনে আওলা ঝাওলা ভাবনার খেলা মন পবনে,

চিন্তার মাঝে অস্থিরতা হারানো দিনের টানে।

নগর জনপদ বৃক্ষ ভুমি প্রাণিকুলের বিনীত আকুতি,

বৃষ্টি ধারায় মেঘের বিচ্যুতি ঘটিয়ে দাও বিন্দু স্বস্তি।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising