মুয়াজ্জিন সুরে-সুরে দিচ্ছে ফজরের আজান, পাখির গুঞ্জন হৈ-চৈ কিংবা শিশুদের কলতান। ভোরের সকালে যাচ্ছে শিশু মসজিদ-মক্তব, এখন আর নেই সব মক্তবের সোনালী শৈশব। আলিফ-লাম-মীম আরবি হরফ সুর-স্বরে, শিশুদের ধ্বনি গলায় মুখরিত কাচারি ঘরে। বাড়িতে নেই আর কাচারি ঘর শিশুদের মক্তব এখন আর নেই সব মক্তবের সোনালী শৈশব। কোথায় গেলো হারিয়ে আমাদের ইসলাম সংস্কৃতি, দিনে-দিন আধুনিকতার
মুয়াজ্জিন সুরে-সুরে দিচ্ছে ফজরের আজান,
পাখির গুঞ্জন হৈ-চৈ কিংবা শিশুদের কলতান।
ভোরের সকালে যাচ্ছে শিশু মসজিদ-মক্তব,
এখন আর নেই সব মক্তবের সোনালী শৈশব।
আলিফ-লাম-মীম আরবি হরফ সুর-স্বরে,
শিশুদের ধ্বনি গলায় মুখরিত কাচারি ঘরে।
বাড়িতে নেই আর কাচারি ঘর শিশুদের মক্তব
এখন আর নেই সব মক্তবের সোনালী শৈশব।
কোথায় গেলো হারিয়ে আমাদের ইসলাম সংস্কৃতি,
দিনে-দিন আধুনিকতার নামে হচ্ছে ধর্ম বিকৃতি।
শিশু শিখবে আগামীর তরে যদি থাকে মক্তব,
এখন আর নেই সব মক্তবের সোনালী শৈশব।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *