রাতের গায়ে যখন আগুন লাগে
বিষাদের ছায়া নামে শিশিরের মনে,
শ্রাবণের মেঘ তখন ভেসে যায় অন্যখানে।
বেওয়ারিশ কুকুরগুলো ডেকে যায় অন্ধকারে
বাজে আগুন ঠোঁটে শূন্য কলসের ধ্বনি,
যে আত্মা বসন্তের খোঁজে দু’পা হাঁটেনি
মেঘের কাব্য খুলে জলপতনের শব্দ পড়েনি
ভাবে পোড়া রাতের রাজত্ব বুঝি সব তাহারই।
চৈত্রের বাতাসে ভেসে আসা স্বপ্ন
ফিরে আসা বসন্তে ভুলে যাওয়া পাখির ডাক
জোছনায় দখিনা বাতাসে মহুয়ার গন্ধ,
নিশ্চুপ নৈঃশব্দের পথে না হয় ভেসে যাক।