ভোটের নামে টাকা খাওয়া
চলছে দিবারাতি,
দেখি নাতো ভিন্ন দেশে
এমন আজব জাতি!
যে আসে তার কাছেই যায়
বলে দিবো ভোট,
আপনার জন্য গ্রামবাসি সব
হয়েছি যে ঐক্যজোট।
সত্য মিথ্যা কথা বলে
খাচ্ছে কতখানা!
হয়তো রে ভাই ধোঁকাবাজদের
নিজেরও নেই জানা।
একী চলছে ভোটের নামে
খাওয়ার যত ধান্দা!
তবে কী আজ বিবেক সবার
হয়ে গেছে গান্ধা?
ভোট নামক এই আমানতের
হচ্ছে একী আজ!
সত্যি কথা বলতে গেলে
পাই যে ভীষণ লাজ।