স্বাধীনতা মুক্ত পাখির
মিষ্টি সুরের গান,
স্বাধীনতা ফুল বাগানের
মনভুলানো ঘ্রাণ।
স্বাধীনতা খুকির আঁকা
বীর শহীদের ছবি,
স্বাধীনতা দিগন্তে উঠা
জ্যার্তিময় রবি।
স্বাধীনতা দাদুর মুখের
যুদ্ধ জয়ের গল্প,
স্বাধীনতা মায়ের চোখের
আশার সংকল্প।
স্বাধীনতা রাজপথেরই
রক্ত মাখা ধুলি,
স্বাধীনতা দেশের জন্য
বুকে খাওয়া গুলি।