গাজায় নিহত দুই সাংবাদিক: হোসাম শাবাত ও মুহাম্মদ মানসুর

সুপ্রভাত সিডনি রিপোর্ট : ইসরায়েলি হামলায় গত ২৫ মার্চ ২০২৫ সোমবার গাজায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন হোসাম শাবাত এবং মুহাম্মদ মানসুর। সোমবার গাজার উত্তরাঞ্চলে সংবাদ সংগ্রহের সময় তারা হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়সী হোসাম শাবাত এবং ৩৪ বছর বয়সী মুহাম্মদ মানসুর গাজার উত্তর অংশে সংঘটিত এক ইসরায়েলি হামলার খবরাখবর সংগ্রহ করছিলেন। এ সময় ড্রোন বা যুদ্ধবিমান থেকে চালানো হামলায় তারা প্রাণ হারান।

হোসাম শাবাত আল জাযিরার ফটো-সাংবাদিক হিসেবে কাজ করতেন, আর মুহাম্মদ মানসুর কাজ করতেন প্যালেস্টাইন টুডে পত্রিকার রিপোর্টার ছিলেন। বেইত লাহিয়া নামক স্থানে ইসরায়েলি বিমান হামলায় নিজের গাড়িতে হোসাম শাবাত নিহত হন। একই দিনে ভিন্ন আরেকটি হামলায় নিজ স্ত্রী ও সন্তানসহ খান ইউনিসে অবস্থিত নিজ বাড়িতে মুহাম্মদ মানসুর নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে দু’জন সাংবাদিককেই টেররিস্ট হিসেবে আখ্যা দিয়েছে।

গাজায় চলমান সংঘাতের মধ্যে এই দুই সাংবাদিকের নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো। গাজায় সাংবাদিকদের জন্য কাজ করা কমিটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন।

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিভিন্ন বিশ্লেষকরা। তারা এ ধরনের হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সাংবাদিকরা চরম ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

গাজায় শাবাত ও মানসুরের মৃত্যুর পর তাদের সহকর্মী ও পরিবার সদস্যরা শোক প্রকাশ করেছেন। তাদের মৃত্যু গাজার সাংবাদিক সমাজের জন্য এক বড় ক্ষতি এবং মানবাধিকার ও মুক্তচিন্তার সাথে ইসরায়েলের প্রকাশ্য শত্রুতার প্রকাশ বলে মনে করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *