সিডনিতে বিএনপির ইফতার মাহফিলে সিনেটর ডেভিড শোব্রিজ

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল এবং বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির নেতা এএফএম তাওহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিনেটর ডেভিড শোব্রিজ।

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, বিএনপি নেতা মোহাম্মদ হায়দার আলী এবং নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের ‘অস্ট্রেলিয়ান গ্রিনস’ দলের এমপি আবিগেইল বয়েড।

সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে আয়োজিত এ অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলসের এমপি, স্থানীয় সিনেটর, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য মোনাজাত করা হয়।

সিনেটর ডেভিড শোব্রিজ তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনকালীন সময়সূচি ঘোষণা করা জরুরি। অস্ট্রেলিয়া চায়, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক।”

প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের স্বাধীনতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি কেবল স্বাধীনতার ঘোষকই ছিলেন না, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।”

এমপি আবিগেইল বয়েড বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *