সুপ্রভাত সিডনি রিপোর্ট: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া-এর উদ্যোগে ৬ এপ্রিল ২০২৫ ( রবিবার,) সিডনির কার্নেল বীচে অনুষ্ঠিত পারিবারিক ঈদ মেলা ‘Remians Australia Eid Reunion 2025’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুধু সিডনি নয়, ক্যানবেরার কয়েকটি রেমিয়ান পরিবার অংশগ্রহণ করেন।
দিনব্যাপী মিলনমেলায়- ঈদের আড্ডা, বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের জন্য মিউজিকের সাথে পিলো পাস খেলা, এবং “ওয়ান-ডিশ পার্টি” এবং প্রত্যেক পরিবার তাদের ঘরে তৈরি করা বিশেষ খাবার নিয়ে যান। সেদিন খাবার, স্মৃতিচারণ এবং হাসির রোলেঘেরা এক রঙিন মিলনস্থলে পরিণত হয়।
দিনশেষে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে রেমিয়ান নাফিজ রহমান, মাহমুদুল হাসান তুষার, রাসেল ইসলাম, মোহাম্মদ মামুন, আবু বাকের সিদ্দিক, সোহেল খন্দকার, সালেহ আহমেদ শোয়েব এবং সিরাজুম মনিরকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শাহরিয়ার বলেন, রেমিয়ানস অস্ট্রেলিয়া ভবিষ্যতে এমন আরও আন্তরিক, উৎসবমুখর আয়োজনে প্রবাসী রেমিয়ানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আরও গভীর করবে । এছাড়া, ড. মোহাম্মদ শাহরিয়ার-এর সহধর্মিণী ড. রুমানা আফরোজের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায়, অনুষ্ঠানে আগত রেমিয়ান সহধর্মিনীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রেমিয়ান সালেহ আহমেদ শোয়েব ও সিরাজুম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শুভ।
মিলন মেলায় সাজসজ্জা ছিল নজরকাড়া— রেমিয়ানস ব্যানার, ফেস্টুন, ফটো বুথসহ নানা উপকরণে রঙিন হয়ে উঠেছিল পুরো এলাকা। পথচারী ও দর্শনার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল এই আয়োজন।