স্বপ্নগুলো বেওয়ারিশ: তুহীন বিশ্বাস

তবুও বেঁচে থাকে আকিঞ্চন;

অনিকেতন প্রায়োপবেশন করে নিত্যদিন,

নিঃশব্দে নিকোটিন জমে অন্তরাত্মায়

অগ্নিদগ্ধ স্বপ্নগুলো বেওয়ারিশ যন্ত্রণায়।

জীবনের প্রাগুক্ত ছন্দ আমৃত্যু দ্বন্দ্বে;

অপত্যনির্বিশেষে লালিত লক্ষ্য অদ্ভুতুড়ে,

নিঃসৃত বাক্যে পরাজয়ের ছাপ স্পষ্ট

কাঙ্ক্ষিত নিশ্বাস পরিণত দীর্ঘশ্বাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *