সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা জুন ২০২৫ রবিবার সন্ধ্যায় সিডনির রকডেলস্থ স্টার বিরিয়ানি হল রুমে এ শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. আবুল হাসান এবং এ. এন. এম. মাসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুল হক জর্জ, লিয়াকত আলী স্বপন, রুহুল আহম্মেদ সওদাগর, ডা. আব্দুল ওহাব বকুল, এস. এম. নিগার এলাহী চৌধুরী, আজাদ কামরুল হাসান, বেল্লাল হোসেন ঢালী, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু এবং শাহীন আরিফ ভূঁইয়া (প্রকৌশলী)।
বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাইরুল কবির পিন্টু, মিনহাজ উদ্দিন(প্রকৌশলী), এস. এম. খালেদ, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তাছলিমা কবির, অহিদুল ইসলাম অপু এবং ছাত্রনেতা ড. ফয়সাল কবির শুভ। দোয়া পরিচালনা করেন মাওলানা ফেরদৌস আহম্মেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান ফরিদ, লিন্টাস পেরেরা, গোলাম রাব্বী শুভ্র, অসিত গোমেজ, মোমিনুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. আবুল কাশেম, সুধন যোসেফ ক্রুশ, শহিদুল্লাহ, সোহেল কর্নেলিয়াস পালমা, মোহাম্মদ বাবুল খন্দকার, মহিউদ্দিন, ফজলে প্রধান রুমু, মাহবুবুল হক দুলাল, বনিফেস কোড়াইয়া, রায়হান হাসানাত, এলভিস কস্তা, শংকর গমেজ, এলবার্ট রোজারিও, বিজন পালমা প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গত ১৭ বছর ধরে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দলটি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ, সৎ এবং দক্ষ রাষ্ট্রনায়ক। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের রাজনীতি ও অর্থনীতি সঠিক পথে পরিচালিত হতে পারে বলে তাঁরা মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকলের জন্য ছিল সৌজন্যমূলক নৈশ ভোজের আয়োজন।