মুসলিম জাতির চিরশত্রু
সেই ইহুদিজাত করছে ক্ষতি,
কিঞ্চিৎ মায়া হয় না ওদের
বেড়েই চলছে হামলার গতি।
ফিলিস্তিনে লাশের মিছিল
ছোটশিশুও যাচ্ছে না বাদ,
মানবতা বিরোধী কাজ
চালিয়ে যায় ওরা দিন-রাত।
শত শত ফুল ঝরাচ্ছে
হামলা করে সেই গাজাতে,
এই ইসরায়েল ফুলের বাগান
কভু দিবে না সাজাতে।
বিশ্ব মুসলিম জেগে ওঠো
বাঁচাতে সেই ফিলিস্তিন ফুল,
কাঁটামুক্ত দেশ গঠনে
এগিয়ে যাও করো না ভুল।